‘জাগারনট’ নামের ভারতীয় একটি প্রকাশনা সংস্থা এবং লেখক ইয়াসির ওসমানের ওপর বেজায় চটেছেন বলিউডের হার্টথ্রম অভিনেতা সঞ্জয় দত্ত। কেননা, নায়কের অনুমতি না নিয়েই তারা তার একটি ‘আনঅথরাইজড’ জীবনী প্রকাশ করতে চলেছেন। বইটির নাম ‘দ্য ক্রেজি আনটোল্ড স্টোরি অব বলিউড’স ব্যাড বয়’।
এই লেখক ও প্রকাশনা সংস্থার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা ভাবছেন সঞ্জয় দত্ত। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার এই ইচ্ছার কথা জানিয়েছেন ‘মুন্না ভাই এমবিবিএস’ খ্যাত নায়ক।
তিনি বলেন, ‘আমি জাগারনট পাবলিকেশনস কিংবা ইয়াসির ওসমানকে আমার জীবনী লেখার বা প্রকাশ করার অনুমতি দেইনি। আমার আইনজীবীরা তাদের আইনি নোটিশ পাঠিয়েছেন। যার প্রেক্ষিতে জাগারনট পাবলিকেশনস বলেছে যে, বইটির অন্তর্গত বিষয় পাবলিক ডোমেনে প্রকাশিত এবং নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া।’
নায়ক আরও বলছেন, ‘বইটির যতটুকু খণ্ডিত অংশ খবরের কাগজে প্রকাশিত হয়েছে সেটা দেখে মনে হয়েছে, এর কিছু অংশ আমার পুরনো সাক্ষাৎকার থেকে নেয়া। বাকি অংশের কিছু গুজব এবং ১৯৯০ সালে প্রকাশিত ট্যাবলয়েড ও গসিপ ম্যাগাজিন থেকে নেয়া। এর মধ্যে সত্যতার চেয়ে কল্পনাই বেশি। এ ব্যাপারে আমি আইন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেব।’
এর প্রেক্ষিতে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে জাগারনট প্রকাশনী। তবে সঞ্জয়ের অভিযোগের জবাবে তাদের বক্তব্য হচ্ছে, ‘পুরো বইটিতে প্রতিটি ঘটনার প্রেক্ষিতে ফুটনোট দেয়া আছে। ঘটনাগুলো কোন সূত্র থেকে পাওয়া সেটারও উল্লেখ আছে।’
তারা জানিয়েছেন, ‘সঞ্জয় দত্তের অনুরোধকে সম্মান জানানোর জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, এই বই থেকে আর কোনো অংশ আমরা সংবাদপত্রে প্রকাশ করব না।’
প্রসঙ্গত, ‘দ্য ক্রেজি আনটোল্ড স্টোরি অব বলিউড’স ব্যাড বয়’ বইটি শুরু হয়েছে সঞ্জয়ের জন্ম, তার পিতা-মাতা সুনীল দত্ত ও নার্গিস দত্তের পরিচয় ও তাদের দিয়ে। তারপর রয়েছে সঞ্জয়ের বোর্ডিং স্কুলে যাওয়া, মায়ের ট্রাজিক মৃত্যু এবং বাবা ও বোনের সঙ্গে সঞ্জয়ের সম্পর্ক। রয়েছে তার ড্রাগ অ্যাডিকশন ও ডি-অ্যাডিকশন প্রসঙ্গও।
কিছু কিছু অংশে আবার রয়েছে একাধিক নায়িকার সঙ্গে তার রোমান্টিক সম্পর্ক, ব্রেকআপ, আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে তার যোগাযোগ এবং ১৯৯৩ সালের মুম্বাই ব্লাস্ট প্রসঙ্গ। সবশেষে এসেছে তার সাম্প্রতিক পরিবর্তিত ইমেজ।
তবে এই প্রেক্ষিতে সঞ্জয় এটাও জানিয়েছেন যে, কিছু দিনের মধ্যেই তার একটি ‘অথেনটিক’ আত্মজীবনী প্রকাশিত হতে চলেছে। ভক্ত-অনুরাগীরা যেন সেই জীবনীকেই গুরুত্ব দেন।