এক মাদ্রাসাছাত্রীকে (১২) বাড়ি ফেরার পথে মুখ চেপে ধরে জঙ্গলের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় স্থানীয় জনতা ধর্ষণের চেষ্টাকালে মঞ্জুরুল নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
বুধবার বিকালে চন্ডীপাশার ধুরুয়া এলাকার নদীর পাড়ের মেস্তুরি ভিটার রাস্তার পাশে জঙ্গলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নান্দাইলে উপজেলার কাটলীপাড়া কে ডি এস মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী (১২) ক্লাস চলাকালীন শরীরে জ্বর আসায় মাদ্রাসা থেকে ছুটি নিয়ে নিজ বাড়ি ধুরুয়া গ্রামে যাবার সময় জঙ্গলে গাছ কাঠার কাজের লোক (কাঠুরে) মঞ্জুরুল ইসলাম ধুরুয়া এলাকার নদীর পাড়ের মেস্তুরিভিটার রাস্তার পাশে শিশুটিকে একা পেয়ে জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় শিশুটির চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এসে ওই ছাত্রীকে উদ্ধার এবং ধর্ষণচেষ্টাকারীকে আটক করে।
পরে নান্দাইল মডেল থানায় খবর পাঠানো হলে এসআই নুরুল হুদা ঘটনাস্থল থেকে ধর্ষণচেষ্টাকারীকে আটক করে থানায় নিয়ে যান।
নান্দাইল মডেল থানার এসআই নুরুল হুদা জানান, ধর্ষণচেষ্টাকারী কাঠুরে মঞ্জুরুল ইসলাম ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের দীঘালিয়া গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে। এ ব্যাপারে নান্দাইল মডেল থানায় মামলা হয়েছে বলে আরও জানান তিনি।