সড়ক দূর্ঘটনায় মনিরা আকতার(১৪)নামে এক স্কুল ছাত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে পঞ্চগড়ে । আজ শুক্রবার সকাল ১১ টায় তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকায় দূর্ঘটনাটি ঘটে বলে জানা যায় । নিহত মনিরা আকতার ওই উপজেলার প্রধানগঞ্জ গ্রামের মোস্তফা কামালের কন্যা এবং গীতালগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে জে এস সি পরিক্ষা দিয়েছিল ।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সুত্রে জানা যায়, নিহত মনিরা আকতার বাসা থেকে বের হয়ে রাস্তা পারাপারের সময় পাথরের সাইড থেকে আসা পাথর ভর্তি ট্রাকটরের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়। এলাকাবাসী ঘাতক ট্রাকটরটিকে আটক করলেও চালক, হেলপার পালিয়ে যায় ।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ জেট এম আশাদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন এখনো কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলেই আমরা আইনগত ব্যবস্থা নেবো বলে জানান তিনি।