চলন্ত বাস থেকে পড়ে শাকিল আহমেদ নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে টাঙ্গাইলের মির্জাপুরে । মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে ঢাকা-টাঙ্গাইল সড়কের মির্জাপুর উপজেলা সদরের বাইমহাটি পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
সে দেওহটা এ জে উচ্চ বিদ্যালয় থেকে গত এসএসসি পরীক্ষা অংশ নিয়েছে।
সে উপজেলার গোড়াই ইউনয়িনরে মীর দেওহাটা গ্রামের ফজল মল্লিকের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বাসের হেলপারের সঙ্গে নিহত শাকিলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চলন্ত বাস থেকে শাকিল নামতে গিয়ে পড়ে গেলে পেছনের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় বাসটি পালিয়ে যায় বলে শাকিলের বন্ধু আরিফ জানায়।
এ ব্যাপারে মির্জাপুর থানার উপ-পরিদর্শক মাহামুদুল হক বলেন, ঘাতক বাসটি পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।