‘আমার মা আমাকে নিজের হাতে বড় করেছেন। মায়ের রান্নাবান্না কাজের সঙ্গেও আমি সম্পৃক্ত ছিলাম। একদম কাছে কাছে ছিলাম মায়ের। তিনি আমাদের মাঝে নেই। আমার ময়ের জন্য সবাই দোয়া করবেন।’
সদ্য মাকে হারানো পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেকের সভা পরবর্তী সংবাদ সম্মেলনে মায়ের কথা বলতে গিয়ে আপ্লুত হন।
গত মন্ত্রীর মা রূপ ছায়েরা বেগম বার্ধক্যজনিত কারণে মারা যান। মায়ের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমার মা গত ৭ দিন হয় মারা গেছেন। তিনি কখও অসুস্থ হননি। কোন সময় তাকে ডাক্তারের কাছে নেওয়ার প্রয়োজন হয়নি।’
‘তিনি ১০২ বছর বেঁচে ছিলেন যদিও পত্রিকায় ৯৮ বছর এসেছে। তিনি মোটামোটি সুন্দরভাবে জীবন কাটিয়েছেন। আমার মায়ের জন্য আপনারা দোয়া করবেন।’
‘আমার ময়ের মৃত্যুর পর আমি যেন ধৈর্য ধারণ করতে পারি, এর জন্য অনেকেই দোয়া করেছেন, আমকে ফোন করেছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।’
একনেক বৈঠক শেষে করে পরিসংখ্যান ব্যুরোর এক অনুষ্ঠানে গিয়েও মায়ের স্মৃতিচারণ করেন পরিকল্পনামন্ত্রী।
মায়ের সেবা করার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, ‘যে মায়ের জন্য আমরা পৃথিবীতে এসেছি, সেই মা যেন কোন কারণে কষ্ট না পান।’
‘পিতা-মাতা কখনও সন্তানের কাছ কোন কিছু চায় না। তারা সবসমই চায় সন্তান যেন ভাল থাকে।’