ট্রাক চাপায় নিহত হয়েছেন চট্টগ্রাম নগরীর ষোলশহর বিমান অফিসের সামনে শুক্রবার রাতে ওমরগণি এমইএস কলেজের বিবিএস দ্বিতীয় বর্ষের ছাত্র ইমরান আহম্মেদ ইমরান (২১) । তিনি পড়ালেখার পাশাপাশি সিইপিজেড এলাকার রিজেন্সি গার্মেন্টসে চাকুরি করতেন। একইসঙ্গে ওমরগণি এমইএস কলেজের বিবিএস দ্বিতীয় বর্ষের ছাত্র। বন্ধুদের সাথে সাইকেল চালিয়ে শাহ আমানত নতুন ব্রিজ এলাকা থেকে বেড়িয়ে বাসায় ফেরার পথে রাত ৯ টা ৪০ মিনিটে সড়ক দুর্ঘটনায় পতিত হয়ে মারা যান তিনি।
নিহত ইমরানের মা জানান, পড়ালেখার পাশাপাশি ইমরান রিজেন্সি গার্মেন্টসে কম্পিউটার অপারেটরের চাকুরি করতেন। অফিস ছুটি থাকায় বন্ধুদের সাথে শুক্রবার বিকেলে বেড়াতে বের হয়ে ইমরান ট্রাকচাপায় গুরুতর আহত হন। দ্রুত চমেক হাসপাতালে নিয়ে গেলে রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ইমরার নগরীর উত্তর আগ্রাবাদ চারিয়াপাড়ার বাসিন্দা মোহাম্মদ ছাগির আহমদের ছেলে।
এদিকে, ওমরগণি এমইএস কলেজের ছাত্র ও চারিয়া পাড়া যুবসমাজ কল্যাণ সংগঠনের সদস্য মোহাম্মদ ইমরান আহম্মেদ ইমরানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক, নগর যুবলীগ সদস্য মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী, চারিয়া পাড়া সমাজের সর্দার সালামত আলী আমিরী, মো. মাহবুবুল হক, চারিয়াপাড়া যুব কল্যাণ সংগঠনের সভাপতি মো. শাহজাহান, সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রিটন প্রমুখ। শোকবার্তায় তারা ইমরানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |