এক তরুণীর মৃত্যু ঘটেছে কথা বলার সময় নকিয়া ফোন বিস্ফোরণ ঘটে । বিস্ফোরণের সময় নকিয়ার ওই মোবাইল ফোনটি চার্জে ছিল।
নিহত তরুণীর নাম উমা ওরাম। সে ভারতের পশ্চিমবঙ্গের ওড়িশার খেড়িয়াকানি গ্রামের বাসিন্দা। বিস্ফোরণে তার হাত, বুক ও পা পুড়ে যায়। হাসপাতালে নিয়ে আসার অল্প পরেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
উমার ভাই দুর্গাপ্রসাদ জানিয়েছেন, তার বোনের নকিয়া মোবাইলে একেবারে চার্জ ছিল না, তাই তা চার্জে রেখে এক আত্মীয়ের সঙ্গে কথা বলছিলেন তিনি। বিস্ফোরণের ফলে তিনি অজ্ঞান হয়ে যান, হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।
চার্জে মোবাইল ফোন রেখে বিস্ফোরণের ঘটনা পৃথিবীর বহুদেশেই ঘটছে।