শফিক রেহমান স্ত্রী তালেয়া রেহমান ঢাকায় বৃটিশ হাইকমিশনকে সাংবাদিক শফিক রেহমানের গ্রেফতার হওয়ার খবরটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন শফিক রেহমান বৃটেনেরও নাগরিক।
রোববার দুপুরে রাজধানীর বারিধারায় বৃটিশ হাইকমিশনে যান তালেয়া রেহমান। সেখানে তিনি হাইকমিশনের কাউন্সিলরের কাছে শফিক রেহমান গ্রেফতার মামলার কাগজপত্র জমাদেন।
তালেয়া রেহমান জানান, “শফিক রেহমানের গ্রেফতারের খবরটি আমি বৃটিশ সরকারকে জানাতে চাই। এজন্যই ঢাকাস্থ বৃটিশ হাইকমিশনে গিয়েছিলাম। মামলার কাগজপত্রও দিয়েছি। ”
তিনি আরো বলেন, “বৃটিশ নাগরিক হিসেবে শফিক রেহমান রাজনৈতিকভাবে হয়রানির শিকার। গ্রেফতার থাকাকালীন শফিক রেহমানের প্রতি যাতে কোনো ধরনের অন্যায় কিছু করা না হয় সে বিষয়গুলোর বৃটিশ হাইকমিশনকে খোঁজ রাখতে অনুরোধ করেছি।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার পরিকল্পনা মামলায় শনিবার গ্রেপ্তার হওয়া সাংবাদিক শফিক রেহমানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এর আগে শনিবার সকালে রাজধানীর ইস্কাটনের নিজ বাসা থেকে শফিক রেহমানকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উপকমিশনার মো. মাশরুকুর রহমান খালেদ বলেন, ২০১৫ সালের আগস্ট মাসে রাজধানীর পল্টন থানায় করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা পরিকল্পনা মামলার তদন্ত করছে ডিবি। এতে শফিক রেহমানের সম্পৃক্ততা পাওয়া গেছে। এ কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে।