আমি ছোট করে দেখি না কোনো কাজকেই । নাটকে অভিনয় করে অনেকের ভালোবাসা পেয়েছি। ঠিক তেমনি চলচ্চিত্রে কাজ করার পর থেকেও রাস্তাঘাটে চলতে ফিরতে অনেকের কাছ থেকে বেশ ইতিবাচক সাড়া পাই। আমি দুই মাধ্যমেই কাজ করেছি। তাই ছোট বা বড় দুই পর্দার প্রতিই আমার ভালোলাগা অনেক-কথাগুলো বলছিলেন অভিনেত্রী আয়েশা সালমা মুক্তি। স্কুলে পড়ার সময়ই ‘বিনোদন বিচিত্রা’ ফটোসুন্দরী হয়ে মিডিয়াতে তার অভিষেক ঘটে।
সবার কাছে তিনি মুক্তি নামে পরিচিতি পান। মিজানুর রহমান পরিচালিত ‘অগ্নিগিরি’ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে ছোট পর্দায় অভিনয়ে তার যাত্রা শুরু হয়। এতে তিনি তৌকীর আহমেদের বিপরীতে অভিনয় করেছিলেন। এরপর কেটে গেছে অনেক বছর। মডেল হিসেবে কাজ করার পাশাপাশি ছোট ও বড় পর্দায় অভিনয় করেছেন তিনি। ২০০৮ সালে হাছিবুল ইসলাম মিজান পরিচালিত ‘তুমি আছো হৃদয়ে’ চলচ্চিত্রে আরজুর বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় মুক্তির। ছবির পাশাপাশি এর গানগুলো বেশ প্রশংসিত হয়। এরপর আবারো বিরতি। আর বিরতির পর শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ‘জোর করে ভালোবাসা হয় না’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন। তবে তাকে খুব কম কাজ করতে দেখা যায়। এ প্রসঙ্গে মুক্তি মানবজমিনকে বলেন, আমি আসলে অনেকটা ভালোলাগা থেকে কাজ করি। ভালো লাগলে করি, না হলে না। অনেকদিন পর পর কাজ করা হয় আমার। মাঝে পুবাইলে দুটি খন্ড নাটকের কাজ করেছি। শামীম জামানের পরিচালনায় নাটক দুটির নাম ‘নূরা পাগলা’ ও ‘বন্ধু বেঈমান’। বর্তমান সময়ে তো শুধু কমেডি ঘরানার নাটক বেশিরভাগ চ্যানেলে দেখানো হচ্ছে। এই নাটক দুটিও কি সেই ধরনের? এ প্রশ্নের জবাবে মুক্তি বলেন, না। শুধু হাসির নাটক হিসেবে এ দুটি নাটককে আমি বিচার করতে চাই না। গল্পে হাসি বা কমেডি রয়েছে। তবে এর বাইরেও একটি ম্যাসেজ এ নাটকে থাকছে। যা সমাজের মানুষদের ঘিরেই। আশা করি, নাটক দুটি প্রচারের পর দর্শকদের ভালো লাগবে। এ নাটকের বাইরে নির্মাতা শরাফ আহমেদ জীবনের পরিচালনায় আয়কর বিভাগের (ভ্যাট সংক্রান্ত) একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন মুক্তি। তার অভিনীত ‘রঙের মানুষ’, ‘চারকন্যা’, ‘হাউজ নাম্বার ৭৭৭’, ‘দূরত্ব’, ‘চতুরঙ্গ’, ‘গ্রামের বউ’, ‘মামার হাতের মোয়া’, ‘হাওয়াই মিঠাই’, ‘সহযাত্রী’ সহ বেশকিছু নাটক দর্শক খুব পছন্দ করেছেন। নাটকে অভিনয়ের পাশাপাশি ‘ফুজি ফেয়ারনেস ক্রিম’, ‘ইকোনো বলপেন’, ‘সার্ফ এক্সেলে’র বিজ্ঞাপনচিত্রেও মডেল হতে দেখা গেছে তাকে। চলচ্চিত্রে কাজ করলে ছোট পর্দায় অনেকেই আর কাজ করতে চান না। সেটা কি মুক্তির ক্ষেত্রেও হয়েছে? এ প্রশ্নের জবাবে এই অভিনেত্রী বলেন, বিষয়টি ঠিক না। বড় পর্দায় কাজ করার পর ছোট পর্দায় আর কাজ করবে না বলার পরও অনেকেই কাজ করছেন। আর আমি ছোট ও বড় দুই পর্দাতেই কাজ করতে চাই। কোনো পর্দাকেই গুডবাই জানাতে চাই না। কারণ দুই পর্দায় কাজের মাধ্যমেই আমার পরিচিতি তৈরি হয়েছে। এখন আবার বড় পর্দায় কাজের বিষয়ে কথা চলছে। সব ঠিক থাকলে খুব শিগগিরই আমি চলচ্চিত্রের ক্যামেরার সামনে দাঁড়াব। মনের মতো ছবি দর্শককে উপহার দিতে চাই। এবার ভিন্ন প্রসঙ্গ। অনেক পাঠক-ভক্ত জানতে চায় মুক্তি বিয়ে করছেন কবে ? না-কি বিয়ে করে ফেলেছেন ? জবাবে মুক্তি বলেন, এই প্রশ্নের সম্মুখীন আমি অনেকবার হয়েছি। আমি এখনো বিয়ে করিনি। কারণ আমি বিশ্বাস করি জন্ম, মৃত্যু, বিয়ে সবই আল্লাহর হাতে। তাই যখন সময় হবে বিয়ে করব। আর লুকিয়ে বিয়ে করার ইচ্ছে আমার নেই। সকলকে জানিয়ে ধুমধাম করেই বিয়েটা করতে চাই।