এলজি ছোট ডিসপ্লের ফোন আনছে । মডেল এলজি জোন ফোর। ফোনটির ডিসপ্লে ছোট হলে কি হবে এতে রয়েছে শক্তিশালী প্রসেসর। ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগনের সর্বাধুনিক প্রসেসর ৪২৫ প্রসেসর ব্যবহৃত হয়েছে।
এলজি জোন ফোর সাশ্রয়ী দামের ফোন। এন্ট্রি লেভেলের এই ফোনটির ডিসপ্লের রেজুলেশন ১২৮০x৭২০ পিক্সেল। এতে ২ জিবি র্যাম ব্যবহার করা হয়েছে। স্টোরেজের জন্য আছে ১৬ জিবি রম। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়িয়ে নেয়া যাবে।
ছবির জন্য এলজির নতুন ফোনটিতে আছে ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। সেলফি ক্যামেরা ৫ মেগাপিক্সেলের।
ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সম্বলিত এলজি জোন ফোর ফোনটিতে ২৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। এটি অ্যানড্রয়েড ৭.১.১ নুগাট অপারেটিং সিস্টেম চালিত।
ফোনটির মূল্য ১১৪.৯৯ ডলার। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য দাঁড়ায় ৯৪৯৫ টাকা।