ময়মনসিংহের ত্রিশালের সাইনবোর্ডে মালবাহী দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আড়াই ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।
পুলিশ জানায়, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড এলাকায় মালবাহী দুই ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাক চালকসহ আহত হয় ৩জন। গুরুতর আহত ট্রাক চালক আমিনুলকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে দুই ট্রাকের মালামাল রাস্তার ওপরে পরে প্রায় আড়াই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।