নিয়মিত ধূমপানে আসক্ত দেশের প্রায় ১২ শতাংশ কিশোর কিশোরী । এর মধ্যে ৯ শতাংশ ছেলে এবং ৩ শতাংশ মেয়ে। সম্প্রতি বিশ্বস্বাস্থ্য সংস্থার উদ্যোগে বিশ্বের বিভিন্ন দেশে এ ব্যাপারে একটি সমীক্ষা চালানো হয়েছে। সমীক্ষার নাম ‘গ্লোবাল ইয়ুথ টোবাকো জরিপ’। এ প্রসঙ্গে বৃটেনের প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ান একটি প্রতিবেদনে প্রকাশ করেছে। ১৩ থেকে ১৫ বছর বয়সি বালক-বালিকাদের মধ্যে পরিচালিত ওই জরিপে বাংলাদেশ, ভারত, এবং ইন্দোনেশিয়ার কিশোর-কিশোরীদের ধুমপান প্রবণতাসহ বিভিন্ন পন্থায় তামাকজাত পণ্যের ব্যবহারের বিষয়টি তুলে ধরা হয়।

সমীক্ষায় দেখা গেছে, এই তিন দেশের মধ্যে ইন্দোনেশিয়ায় ধূমপান আসক্ত কিশোর-কিশোরীর হার সবচেয়ে বেশি। বলা হয়, বিশ্বের শীর্ষস্থানীয় বহুজাতিক টোবাকো কোম্পানিগুলো সিগারেটের বিক্রি ও প্রচারণার কাজে ব্যবহার করছে স্কুল শিক্ষার্থীদের। এটি বেশি করা হচ্ছে করে মধ্য ও স্বল্প আয়ের দেশগুলোতে। হাজার হাজার স্কুল শিক্ষার্থীদের ব্যবহার করে কো¤পানিগুলো নিজ নিজ ব্র্যান্ডের প্রচারণা চালাচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়, শিশু-কিশোরদের তামাকমুক্ত করতে বিশ্বব্যাপী নতুন প্রচারণা শুরু হয়েছে। ২২ টি দেশে এই তামাক বিরোধী প্রচারণার কাজ চলছে। ধূমপান বিরোধী এই নতুন প্রচারণায় তামাকবিরোধী সংগঠন ও বেসরকারি সংস্থাগুলো সচেতন নাগরিকদের তামাকবিরোধী প্রচারনায় এগিয়ে আসার আহ্বান জানানোর পাশপাশি ধূমপান প্রতিরোধে সংশ্লিষ্ট দেশগুলোর সরকারকেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।
Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031