দিনাজপুর সিআইডি পুলিশ মোঃ আরিফ জাওয়াদ, দিনাজপুর:- দিনাজপুরের পার্বতীপুরে ১৫ই এপ্রিল (শুক্রবার) আনুমানিক রাত সাড়ে ১১টার দিকে দেশীয় মদসহ ৪ জনকে গ্রেফতার করেছে ।
দিনাজপুর সিআইডি পুলিশ সূত্রে জানা যায়, দিনাজপুর সিআইডি জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেন মিঞার (পিপিএম) নেতৃত্বে উপ-পরিদর্শক সাইফুল আলমসহ সিআইডি পুলিশের একটি টিম ১৫ই এপ্রিল (শুক্রবার) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের নতুন বাজারের উত্তরা সিনেমা হল রোডে অভিযান চালিয়ে ২৮ লিটার দেশীয় তরল মদসহ রনি ইসলাম (২২), আরিফুল ইসলাম (২৮), সাজেদুল ইসলাম (২৯) ও আঃ খালেক (৪২) কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, জেলার পার্বতীপুরের রুস্তম নগর মহল্লার রফিকুল ইসলামের ছেলে রনি ইসলাম, সাহেবপাড়া এলাকার মোকলেছুর রহমানের ছেলে আরিফুল ইসলাম, একই মহল্লার ফজলুল হকের ছেলে সাজেদুল ইসলাম ও নুর নগর মহল্লার আবির উদ্দীনের ছেলে আঃ খালেক।
এ ঘটনায় জেলার পার্বতীপুর মডেল থানায় মাদক দ্রব্য আইন ১৯৯০ সাল এর ১৯ (১) টেবিল এর ৬ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। ১৬ই এপ্রিল (শনিবার) দুপুরে ধৃতদের দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়।