চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর গ্রামে নগদ টাকা ও বিপুল পরিমান মালামাল লুট করেছে ডাকাতরা চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার । রবিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। কর্ণফুলী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, রবিবার রাত পৌনে ৩টার দিকে ১০-১৫ জনের একটি স্বশস্ত্র ডাকাতদল, আগ্নেয়াস্ত্র নিয়ে দরজা ভেঙে জাগির হাজির বাড়ি নামে একটি বাড়িতে ঢুকে। ডাকাতদল অস্ত্রের মুখে বাড়ির মালিকের ছোট ভাই ও পরে পরিবারের সবাইকে জিম্মি করে একটি কক্ষে আটকিয়ে রাখে। এসময় নগদ ২৫ হাজার টাকা ও আনুমানিক ৪০ ভরি স্বর্ণালংকার ও মালামাল লুট করে নিয়ে যায়।
এ ব্যাপারে কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) সমির জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করা যায়নি।