পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭০ ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে বগুড়ার নন্দীগ্রামে । সোমবার বেলা ১১টায় আদালতের মাধ্যমে তাদের বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।
আটক দুই মাদক বিক্রেতা হচ্ছেন, উপজেলার সদর ইউনিয়নের ডুবাতেঘর গ্রামের ওসমান গণির ছেলে রেজাউল করিম ও একই গ্রামের আবুল কালাম আজাদ মন্টুর ছেলে খালিদ হাসান মিলু। রবিবার সন্ধ্যায় উপজেলার ভাটরা ইউনিয়নের বাড়ই পাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করে নন্দীগ্রাম থানা পুলিশ।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ(ওসি) নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।