নতুন ফ্লাগশিপ ডিভাইস পি ২০ লাইটের অবশেষে বিক্রির জন্য প্রি-অর্ডার ঘোষণা করা হলো হুয়াওয়ের। এটি সর্বপ্রথম পোল্যান্ডের বাজারে পাওয়া যাবে। ইতোমধ্যে হুয়াওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ফোনটি তালিকাভূক্ত হয়েছে। ২৭ মার্চ থেকে ফোনটি আন্তর্জাতিক বাজারে পাওয়া যাবে।
হুয়াওয়ের নতুন এই ফ্লাগশিপ ফোনটিতে রয়েছে ৫.৮৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১০৮০x২২৮০ পিক্সেল। ফুল ভিউ ডিসপ্লের এই ফোনটির অ্যাসপেক্ট রেশিও ১৯:৯। এতে হাইসিলিকন কিরিন ৬৫৯ চিপসেট ব্যবহার করা হয়েছে।
৪ জিবি র্যামের এই ফোনটিতে ৬৪ জিবি রম রয়েছে।
ছবির জন্য আছে ডুয়েল রিয়ার ক্যামেরা। এর একটি ১৬ মেগাপিক্সেলের। অন্যটি ২ মেগাপিক্সেলের।
ব্যাকআপের জন্য পি ২০ লাইটে আছে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।
অ্যানড্রয়েড ৮.০ অরিও অপারেটিং সিস্টেম চালিত হুয়াওয়ের নতুন ফ্লাগশিপ ফোনটির মূল্য ৪০ হাজার টাকা।