এখন থেকে ড্রিম যুগ নামে পাওয়া যাবে হোন্ডার এন্ট্রি লেভেলের মোটরসাইকেল ড্রিম নিও। সম্প্রতি ভারতের বাজারে বাইকটি অবমুক্ত করা হয়েছে। ড্রিম নিওকে নতুনভাবে সাজিয়ে উন্নত গ্রাফিক্সে আনা হয়েছে ড্রিম যুগ। ফলে ড্রিম নিওর চেয়ে ড্রিম যুগ আরও আকর্ষণীয় হয়েছে।
এর ট্রেন্ডিং লুকিং, আকর্ষণীয় বডি গ্রাফিক্স, স্টাইলিশ মিটার ডায়াল এবং প্রসস্ত সিট একে দিয়েছে স্বাতন্ত্র।
বাইকটিকে বিএস ফোর ইঞ্জিন সংযোজন করা হয়েছে। এতে আছে ১০৯.১৯ সিসির এয়ার কুলড ফোর স্ট্রোক এসআই ইঞ্জিন। ইঞ্জিনের ম্যাক্স পাওয়ার ৮.৩১ বিএইচপি@৭৫০০ আরপিএম। ম্যাক্স টর্ক ৯.০৯ এনএম@৫০০০ আরপিএম।
ফোরস্পিড গিয়ার বক্সের এই বাইকটি কিক স্টার্টের পাশাপাশি সেলফ স্টার্টারও রয়েছে। এর দুচাকায়ই টিউবলেস টায়ার রয়েছে। সামনের চাকায় আছে টেলিস্কোপিক ফর্ক, পেছনের চাকায় স্পিং লোডেড হাইড্রোলিক শক-অ্যাবসর্ভার। উভয় চাকায় রয়েছে ড্রাম ব্রেক।
ভারতের বাজারে বাইকটির মূল্য ৫০ হাজার রুপি।