দুইজনেই এই মুহূর্তে ভারতের সেরা কমেডিয়ান। একসঙ্গে শো করতে গিয়ে খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিলেন কপিল শর্মা ও সুনীল গ্রোভার। কপিল শর্মা শো-টাকে বেশ ভালোই জমিয়ে তুলেছিলেন তারা। কিন্তু হঠাৎই তাদের সম্পর্কে ভাঙন ধরে। কিছুদিন আগে তারা জানিয়েছিলেন, অভিমান ভুলে আবারও দুজনে একসঙ্গে শো করবেন। কিন্তু সম্প্রতি তাদের সম্পর্কের মাঝের তিক্ততা আবারও গাড়ো হতে শুরু করেছে।

কদিন বাদেই শুরু হচ্ছে কমেডিয়ান ও অভিনেতা কপিল শর্মার নতুন টেলিভিশন শো ‘ফ্যামিলি টাইম উইথ কপিল’। এই শো-তে থাকছেন কিনা- সুনীল গ্রোভারকে টুইটারে এমন প্রশ্ন করেন তার কয়েকজন ভক্ত। জবাবে গত শুক্রবার সুনীল লেখেন, ‘শো করার জন্য আমার সঙ্গে কেউ যোগাযোগ করেনি। আমার ফোন নম্বরও পাল্টায়নি। অপেক্ষা করে অবশেষে নতুন একটা প্রজেক্টের জন্য হ্যা বলেছি।’

সুনীলের এই টুইটেই চটে যান কপিল। রবিবার পাল্টা টুইট করে তিনি সুনীলের উদ্দেশ্যে লেখেন, ‘মিথ্যা কথা বলো না সুনীল। ভুয়া খবর ছড়িও না। আমি তোমাকে ১০০ বার ফোন করেছি। বেশ কয়েক বার লোকও পাঠিয়েছি। শো-য়ের ব্যাপারে কথা বলতে আমি নিজেও দুই বার তোমার বাড়িতে গিয়েছি। শো করতে বাইরে ছিলে বলে দেখা হয়নি। কিন্তু এখন আর কাউকে আমার নাম নিয়ে সুবিধা করতে দেব না, যথেষ্ট হয়েছে।’

সুনীল ও কপিলের মধ্যে ঝামেলাটা শুরু হয়েছিল গত বছরের মার্চ থেকে। তাদের মধ্যের ঘটনা তুলে ধরেছিল টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন। সেই প্রতিবেদন থেকে জানা যায়, অস্ট্রেলিয়া থেকে মুম্বাই ফেরার পথে বিমানে সুনীলকে শারীরিকভাবে আঘাত করেছিলেন কপিল। সেদিন এক বোতল হুইস্কি খেয়েছিলেন তিনি।  কপিল যখন হুইস্কিতে মত্ত তখন কেবিন ক্রুরা খাবার পরিবেশন করেছিলেন। ওদিকে সুনীল ও অন্যান্যরা ততক্ষণে খাওয়া শুরু করে দিয়েছিলেন।

হুইস্কি শেষ হয়নি তার আগেই খাবার পরিবেশন করায় রেগে যান কপিল। তার উপর সহকর্মীরা তাকে বাদ দিয়ে খাওয়া শুরু করে দেয়। এটা দেখে কপিল চেঁচিয়ে উঠেন- ‘যেখানে আমি এখনো খাওয়া শুরু করিনি, সেখানে তোমরা কীভাবে খাবার নিলে।’ এতে সুনীল হয়তো কোনো প্রতিক্রিয়া দেখিয়েছিলেন। শুরু হয় দুই বন্ধুর কথা কাটাকাটি। তাদের এই ঝগড়া দেখছিলেন ইকোনমি ক্লাসের অন্য যাত্রীরা।

সুনীল সে সময় নাকি কপিলকে শান্ত হতে বলেছিলেন এবং খাবার ফেরত নেয়ার জন্য কেবিন ক্রুদের ডেকেছিলেন। কিন্তু কপিল নাকি সুনীলকে লাথি ও বেশ কয়েক বার চড়-থাপ্পর মেরেছিলেন। আচমকা কপিলের এমন আচরণে অবাক হয়ে গিয়েছিলেন সহযাত্রীরা। এক পর্যায়ে কপিল নাকি বলে উঠেন, ‘তোমাদেরকে আমিই বানিয়েছি। সবার ক্যারিয়ার শেষ করে দেব। সবাইকে বাদ দিয়ে দেব।’

ব্যাস, তখন থেকেই শুরু। এর আগে সুনীল একবার কপিলের শো থেকে চলে গিয়েছিলেন। তার দিকে ইঙ্গিত করে কপিল নাকি তখন বলেছিলেন, ‘চলে তো গিয়েছিলে। ফিরে তো আসলে আবার আমার কাছেই। এভাবেই ফাটল তাদের বন্ধুত্বে। নতুন বছরে এসে তাদের সম্পর্ক জোড়া লাগার কথা শোনা গেলেও, সাম্প্রতিক টুইট যুদ্ধ এটাই বলে দিচ্ছে যে, আর হয়তো একসঙ্গে কোনো শো-তে দেখা যাবে না কপিল ও সুনীলকে।

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031