নিহত ২৬ বাংলাদেশির মধ্যে ২৩ জনের মরদেহ ঢাকায় আনা হচ্ছে আজ নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস বাংলার বিমান দুর্ঘটনায় । সোমবার বেলা সাড়ে ১১টার দিকে একটি বিশেষ বিমান এসব মরদেহ নিয়ে ঢাকার পথে রওনা দেবে। বিকালের দিকে বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে।
নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস জানিয়েছেন, বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট সকাল নয়টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেপালের উদ্দেশে রওনা হবে। বেলা ১১টায় সেটি কাঠমান্ডু পৌঁছবে। এরপর সাড়ে ১১টার দিকে সেই বিমানে করে ২৩ বাংলাদেশির মরদেহ বাংলাদেশে পাঠানো হবে। দুপুর দুইটা নাগাদ মরদেহগুলো ঢাকায় পৌঁছাবে।
এছাড়া মৃত ব্যক্তিদের স্বজনদের সকাল সাড়ে দশটার ফ্লাইটে ঢাকায় পাঠানো হবে বলেও জানান রাষ্ট্রদূত।
এর আগে সকালে নিহত এসব বাংলাদেশির মরদেহ নেপালে বাংলাদেশের দূতাবাসে হস্তান্তর করা হয়। সকাল নয়টার দিকে দূতাবাসে জানাজা অনুষ্ঠিত হবে। সেখানে নিহতের স্বজনরা ছাড়াও অনেকে অংশ নেবেন। পরে মরদেহ ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে নেয়া হবে।
গত ১২ মার্চ নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলার একটি বিমান বিধ্বস্ত হয়ে ৫১ জনের প্রাণহানি হয়। ইউএস বাংলার ওই ফ্লাইটে ৬৭ যাত্রী ও চার ক্রুসহ ৭১ জন যাত্রী ছিলেন।
নিহতদের মধ্যে বাংলাদেশের ২৬ জন, নেপালের ২২ জন ও একজন চীনের। এছাড়া আহতদের মধ্যে ১০ জন বাংলাদেশি, ১২ জন নেপালের ও একজন মালদ্বীপের নাগরিক রয়েছেন। নিহত বাংলাদেশিদের মধ্যে ২৩ জনের মরদেহ শনাক্ত করায় তাদের আজ দেশে পাঠানো হচ্ছে। বাকি তিনজনের মরদেহ এখনো শনাক্ত করা যায়নি। তাদের শনাক্ত করতে এক থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে।