হুমায়ুন আজাদের কন্যা মৌলি আজাদ কলকাতায় পুরস্কৃত হলেন । মৌলির লেখা “রক্তজবাদের কেউ ভালোবাসেনি” নামে একটি উপন্যাসের জন্য বিশেষ বঙ্গবন্ধু পুরষ্কার দেওয়া হয়েছে। সম্প্রতি কলকাতায় বাংলা একাডেমির জীবনানন্দ সভাঘরে আয়োজিত এক অনুষ্ঠানে মৌলির হাতে এই পুরষ্কার তুলে দিয়েছেন কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের কাউন্সিলর মিয়া মোহম্মদ মাইনুল কবীর। এই সম্মাননা পেয়ে গর্বিত বলে জানিয়েছেন মৌলি আজাদ।
এদিনের অনুষ্ঠানে বাংলাদেশের কবি বিদ্যুৎ কুমার দাসের হাতে তুলে দেওয়া হয়েছে “কবি শামসুর রাহমান” পুরস্কার। পুরস্কার হাতে নিয়ে তিনি বলেছেন, কলকাতার মাটিতে এই ধরনের একটি স্বীকৃতি তাকে আরও বেশি অনুপ্রাণিত করছে।
পশ্চিমবঙ্গের চোখ নামের একটি সাহিত্য পত্রিকা প্রায় দুই দশক ধরে দুই বাংলার বহু বিশিষ্টদের বঙ্গবন্ধু ও কবি শামসুর রাহমান নামাঙ্কিত পুরস্কার দিয়ে আসছে। এদিনের অনুষ্ঠানে মানিক দের লেখা বিশ্বের বিস্ময় দেশরত্ন শেখ হাসিনা শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।