মামলায় অজ্ঞাতনামা ৩০০-৪০০ জনকে আসামি করে শুক্রবার রাতে কোতোয়ালি থানা পুলিশের এসআই বদরুজ্জা বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলা নম্বর-৪৫।
কোতোয়ালি থানার ডিউটি অফিসার এসআই কামরুন্নাহার শীর্ষ নিউজকে জানান, পুলিশের ওপর হামলা, অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে প্রকাশ্যে মহড়া, জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে।
মামলায় অজ্ঞাতনামা ৩০০-৪০০ জনকে আসামি করা হয়েছে।
এরআগে, বিগত কয়েকদিন ধরে বোয়ালীখালীর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়োন নিয়ে কয়েকবার সংঘর্ষ জড়ায় আওয়ামী নেতাকর্মীরা। সর্বশেষ গতকাল শুক্রবার সকালে নগরীর লালদীঘির পাড়ে দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালায় বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এসময় কার্যালয়ের আসবাবপত্রসহ বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর ও পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলে নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছোড়ে। নেতাকর্মীরাও পাল্টা পাথর নিক্ষেপ করে। এতে দুই পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হন। – See more at: http://www.sheershanewsbd.com/2016/04/16/124114#sthash.KoH6j6BV.dpuf