মহানগর গোয়েন্দা পুলিশ ৮০ বোতল ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের ।
আজ রবিবার পুরাতন রেলস্টেশন এলাকায় নুর-এ-হাবিব হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটকৃ ব্যক্তিরা হলেন লক্ষ্মীপুর সদর উপজেলার বাইনতলা শীবের বাড়ির মৃত মোহাম্মদ হোসেনের ছেলে মো. কামাল (৩১) ও কুমিল্লা জেলার নাঙ্গলকোর্ট উপজেলার বাতোয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. মোজাহিদ প্রকাশ বেলায়েত হোসেন।
পুলিশ জানায়, আজ বেলা ১১টায় মহানগর গোয়েন্দা বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন রেল স্টেশনের নুর-এ-হাবিব হোটেলের সামনে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ৮০ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।