রহুল আমীন (২৩) নামের এক ব্যক্তিকে চট্টগ্রাম নগরীর লালখান বাজার ঢেবারপাড় এলাকায় জুমার নামায পড়ে বাসায় যাওয়ার পথে কুপিয়ে জখম করেছে ৫-৬ জনের স্থানীয় একটি সন্ত্রাসী গ্রুপ।
শুক্রবার (১৫ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে ঢেবারপাড় এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
আহত রহুল আমীন ঢেবারপাড় এলাকার বাসিন্দা। গরিবুল্লাহ শাহ’র সোহাগ গ্রুপের অনুসারী। গ্রুপের নেতৃত্বতারকারী কিলার কামাল স্থানীয় বিএনপি নেতা।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন সিটিজি নিউজকে জানান, দুপুর আড়াইটায় জুমার নামায পড়ে বাসায় যাওয়ার পথে লালখান বাজার এলাকার চিহ্নিত সন্ত্রাসী কিলার কামাল ও ৫-৬ জন অনসারী পুর্ব বিরোধের জেরে মারধর করে।পরে রুহুল চিৎকার করলে লোকজন আসার আবাস পেয়ে রুহুলের পায়ে দু’টি ও হাতে একটি কুপ দিয়ে পালিয়ে যায়।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় রুহুলকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলজ হাসপাতালে ভর্তি করে।
ওসি আরো জানান, কিলার কামাল নামে এক স্থানীয় বিএনপি নেতা আছে জানতাম। সে দীর্ঘদিন ধরে পলাতক। তার নামে থানায় বিভিন্ন অপরাধে মামলা রয়েছে। কামাল গ্রুপের সাথে সোহাগ গ্রুপের সাথে অনেকদিন ধরে বিরোধ ছিল।
হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। এই ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান ওসি নজিাম উদ্দিন।