বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) পশুপালন অনুষদের শিক্ষার্থীরা বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) চাকরিতে পশুপালন গ্র্যাজুয়েটদের স্বতন্ত্র অর্গানোগ্রাম দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন ।
এ দাবিতে রবিবার দুপুর ১ টার দিকে পশুপালন ছাত্র সমিতি আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিল শেষে অনুষদের সামনে এক সমাবেশ করেন শিক্ষার্থীরা। সমাবেশে পশুপালন গ্র্যাজুয়েটদের যথাযথ মর্যাদা দেয়াসহ উপজেলা প্রাণিজ সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা পদটি শুধু পশুপালন গ্রাজুয়েটদের জন্য নির্ধারিত করার দাবি জানানো হয়। এজন্য দ্রুত নতুন অর্গানোগ্রাম বাস্তবায়নের দাবি জানান তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।
পশুপালন ছাত্র সমিতি সাধারণ সম্পাদক মো. কামরুল হাসানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, পশুপালন ছাত্র সমিতির সহ-সভাপতি ইশতিয়াক আহম্মদ পিহান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল নোমান। সমাবেশে পশুপালন অনুষদের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।