দীপংকর দীপন পরিচালিত ছবি ‘ঢাকা অ্যাটাক’ রাজধানীর জোনাকী সিনেমা হলে কয়েকদিন ধরে চলছিল । আজ সন্ধ্যা ৭টায় ঘটবে এর ব্যতিক্রম। সিনেমা হলের পর্দায় ‘ঢাকা অ্যাটাক’ ছবিটি না চালিয়ে চলমান নিদাহাস ট্রফির ফাইনাল খেলা দেখানো হবে। খবরটি নিশ্চিত করেছেন জোনাকী সিনেমা হলের ম্যানেজার দেলোয়ার। তিনি বলেন, সিনেমা হলের দর্শক এখন এমনিতেই কম। তাই মালিক পক্ষ থেকে একটু ভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সিনেমা হলের বড়পর্দায় দর্শক টিকিট কেটে আজ সন্ধ্যায় বাংলাদেশ বনাম ভারতের ফাইনাল খেলাটি দেখতে পারবেন। তাই সন্ধ্যার পর যে দুটি শো নিয়মিত দর্শকের জন্য থাকত তা বন্ধ রেখে ক্রিকেট খেলা দেখানো হবে। তিনি আরো জানান, ক্রিকেটপ্রেমীদের কথা মাথায় রেখে এই ভিন্ন আয়োজন করা হয়েছে। তবে চূড়ান্ত ম্যাচের এই খেলা দেখার জন্য টিকিট কিনতে হবে ক্রিকেটপ্রেমীদের। ডিসি সিটে বসে খেলা দেখতে প্রতি দর্শককে গুনতে হবে সত্তর টাকা ও নিচের রিয়াল সিটে বসে খেলা দেখতে খরচ হবে ষাট টাকা। বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই উত্তেজনা। সিনেমা হলে খেলা দেখানোর জন্য হলের বাইরে পোস্টারও লাগানো হয়েছে আজ। সিনেমা হলে লোকসানের ভার বহন করতে না পেরে ছবি দেখানোর পরিবর্তে খেলা দেখানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা যায়।