যুক্তরাজ্য আওয়ামী লীগ  জাতির জনক বঙ্গবন্ধুর ৯৮তম  জন্মদিন উপলক্ষে মিলাদ, দোয়া, কেককাটা ও আলোচনা সভার আয়োজন করে।

এদিকে আলোচনা সভা শেষে কেককাটার পূর্ব মুহূর্তে ছবি তোলা নিয়ে দুই প্রবীন নেতা হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

জানা যায়, আলোচনা সভা শেষে যখন কেককাটা হবে তখন যুক্তরাজ্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সবাইকে সারিবদ্ধ হয়ে দাঁড়ানোর কথা বলেন। এসময় শীর্ষ নেতাদের কাছাকাছি থাকাকে কেন্দ্র করে এসেক্স আওয়ামী লীগের সভাপতি কয়েছ চৌধুরী ও লন্ডন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মঈনুল হক একে অপরের দিকে তেড়ে আসেন।

তারা কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির পর্যায়ে চলে গেলে উপস্থিত আওয়ামী লীগ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

শনিবার দুপুরে পূর্ব লন্ডনের ব্ল মুন সেন্টারে আয়োজিত আলোচনা সভায় যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাজ্য সফররত সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেন, বঙ্গবন্ধু বাংলার স্বাধীনতার মহান স্থপতি। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হতো না। বঙ্গবন্ধুর নামেই পরিচালিত হয়েছে আমাদের মুক্তিযুদ্ধ। বঙ্গবন্ধু আজ  বাঙালির প্রেরণার উৎস। বাঙালির আত্মপরিচয়ের প্রতীক তিনি।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুদ্দিন মাস্টার, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আবুল কাশেম, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ, প্রবাসী কল্যাণ সম্পাদক আনসারুল হক, প্রচার সম্পাদক মাসুক আহমদ, শিল্প ও বাণিজ্য সম্পাদক আসম মিসবাহ, মানবাধিকার সম্পাদক সারব আলী, লন্ডন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মোজাহিদ প্রমুখ।

এর আগে ব্রিকলেইন মসজিদে বাদ জোহর অনুষ্ঠিত হয় মিলাদ ও দোয়া মাহফিল।

Share Now
December 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031