ব্যাপক বিক্ষোভ হয়েছে প্রচণ্ড ঠান্ডাকে উপেক্ষা করে যুক্তরাজ্যে বর্ণবাদবিরোধী ও মুসলিম বিদ্বেষের বিরুদ্ধে । এতে যোগ দেয় কয়েক হাজার মানুষ।
শনিবার লন্ডনের অক্সফোর্ড সার্কাসের নিকটবর্তী স্থানে জড়ো হয় বিক্ষোভাকারীরা। এসময় তারা বর্ণবাদ ও মুসলিমবিদ্বেষের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভকারীরা লন্ডনের হোয়াইট হল পর্যন্ত প্রতিবাদ মিছিল করে। তখন তাদের হাতে ‘অভিবাসী এবং উদ্বাস্তুদের এখানে স্বাগত জানাই’, ‘বর্ণবাদী আক্রমণ বন্ধ কর’ লেখা বিভিন্ন প্রতিবাদী ব্যানার ও ফেস্টুন দেখা যায়।
আব্রাহাম খৌদারি নামের এক বিক্ষোভকারী জানান, বর্ণবাদী আক্রমণ যুক্তরাজ্যে আগে থেকেই ছিলো। তবে এতদিন তা হত গোপনে এবং কম মাত্রায় ছিল। কিন্তু এখন এটি প্রকাশ্যেও ঘটছে এবং এর মাত্র খুব আশংকাজনক।
এ সময় প্রতিবাদকারীরা সারা ইউরোপ জুড়ে বর্ণবাদের জন্য প্রত্যক্ষ দায়ী হিসেবে পুঁজিবাদের উত্থানকেও দোষারোপ করে। সূত্র: আল জাজিরা