ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত মহিলার মৃত্যু হয়েছে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী কলেজ পাড়া এলাকায়। ১৭ মার্চ দুপুর দেড়টায় এই ঘটনা ঘটে।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এস.আই ফারুক ট্রেনে কাটা পড়ে মহিলার মৃত্যুর খবর নিশ্চিত করেন। এলাকাবাসীর বরাত দিয়ে তিনি বলেন, চট্টগ্রামমুখী সোনার বাংলা ট্রেনে কাটা পড়ে এক মহিলা নিহত হয়।
তিনি আরো বলেন, মহিলাটির বয়স আনুমানিক ৩৫। আমরা লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেছি। লাশটির পরিচয় সনাক্ত করা যায়নি।