এক গৃহবধু আত্মহত্যা করেছে ফাঁসিতে ঝুলে হালিমা (৩৫) নামের চট্টগ্রামের রাউজানে । গতকাল শনিবার বিকাল ৫টায় উপজেলার ডাবুয়া ইউনিয়নে ঘটনা ঘটে। নিহত গৃহবধু ডাবুয়া ইউনিয়নের কাঁধিপাড়া এলাকার ইয়াকুব বাবুর্চির স্ত্রী।
স্থানীয় সূত্র মতে, শনিবার বিকাল ৫টায় ঘরের ছাদের বাঁশের সাথে ওড়না পেছিয়ে আত্মহত্যা করে। স্থানীয় ইউপি সদস্য নাজিম উদ্দিন মুঠোফোনে বলেন, নিহত গৃহবধু দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিল। সর্বশেষ গতকাল বিকালে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। ঘটনাস্থলে পুলিশ গেলেও নিহত গৃহবধুর বাপের বাড়ি ও শ্বশুড় বাড়ির সম্মতিক্রমে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে না। তারা স্থানীয় চেয়ারম্যান ও পুলিশের কাছে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের জন্য আবেদন করেছেন বলেও জানান তিনি। নিহত গৃহবধুর গ্রীল ওয়ার্কসপে কর্মরত একটি পুত্র সন্তান ও পঞ্চম শ্রেণী পড়ুয়া ১১ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। রাউজান থানার ওসি কেপায়েত উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।