ছাত্রলীগের নেতাকর্মীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হল থেকে শিবির সন্দেহে বহিরাগত এক শিক্ষার্থীকে পুলিশে দিয়েছে ।
শনিবার রাত সাড়ে ১০ টার দিকে ইসরাইল নামের ঐ শিক্ষার্থীকে মতিহার থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আটককৃত শিক্ষার্থী ইসরাইল জানান, তার বাড়ি রাজশাহীর বাগমারা। তিনি বিশ^বিদ্যালয় পাশ^বর্তী মির্জাপুর এলাকার মেসে থাকেন। ড্রাইভিং শিখতে রাজশাহী এসেছেন। রাতের খাবার খেতে আসলে হলের শিক্ষার্থীরা তাকে শিবির দাবি করে পুলিশে দেয়।
তবে ছাত্রলীগের দাবি শিবির সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাকে পুলিশে দেওয়া হয়েছে। এ সময় বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি আরিফ বিন জহির, সাংগঠনিক সম্পাদক মুশফিক তাহমিদ তন্ময় প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে ঐ শিক্ষার্থীকে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদৎ হোসেন।