প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ চেষ্টা মামলায় জ্যেষ্ঠ সাংবাদিক ও টেলিভিশন উপস্থাপক শফিক রেহমানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১৬ এপ্রিল) সকাল ৮টায় রাজধানী ইস্কাটনের বাসা থেকে ডিবি পুলিশ পরিচয়ে তাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেন তার পরিবারের সদস্যরা। শফিক রেহমানের স্ত্রী তালেহা রেহমানের বরাত দিয়ে শায়রুল কবির খান বাংলামেইলকে এ তথ্য জানান।
এ বিষয়ে জানতে একাধিকবার চেষ্টা করা হলেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মোবাইল ফোনে পাওয়া যায়নি। তবে বেলা পৌনে ১১টার দিকে ডিএমপির ডিসি মিডিয়া মারুফ হোসেন সরদার মোবাইল ফোনে সংযোগ পাওয়া যায়। তিনি জানান, তাকে আটক করে ডিবির কার্যালয়ে আনা হয়েছে। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুপুরে তাকে আদালতে তোলা হবে।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়কে অপহরণের পরিকল্পনা করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। এর অভিযোগে ২০১৫ সালে আগস্ট মাসে পল্টন থানায় দায়ের করা হয় মামলাটি।