দুই শিশুসন্তানকে বিষ খাইয়ে মায়েরে আত্মহত্যার তথ্য পাওয়া গেছে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার রামাকান্তপুর গ্রামে । আহত অবস্থায় দুই শিশু সন্তানকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে এই ঘটনা ঘটে।
মা রিনা আক্তার রামাকান্তপুর গ্রামের আবদুল আজিজের স্ত্রী। দুই সন্তানের মধ্যে আফরিন আক্তারের বয়স পাঁচ আর আবদুল মামিনের তিন।
পুলিশ জানায়, প্রায় আট বছর আগে আজিজের সঙ্গে একই উপজেলার জয়মন্টপ ইউনিয়নের চর ভাকুম গ্রামের রিনার বিয়ে হয়। প্রায় ১২ বছর ধরে সৌদি আরব থাকেন আজিজ।
গত পাঁচ বছর ধরেই আজিজ ও রিনার মধ্যে সম্পর্ক ভালো ছিল না। শ্বশুর-শাশুড়িও রিনাকে মানসিক নির্যাতন করতেন বলে অভিযোগ করেছেন তার স্বজনরা। এ নিয়েই শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দুই শিশুসন্তানকে বিষ খাইয়ে রিনাও বিষপান করেন।
মুমূর্ষ অবস্থায় মা ও দুই সন্তানকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক রিনাকে মৃত ঘোষণা করেন। শিশুদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রাতেই শিশুদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় সোহওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। তারা শঙ্কামুক্ত।
রিনার চাচা মিজানুর রহমান বলেন, ‘আজিজ সৌদি থাকলেও মুঠোফোনে রিনার সঙ্গে সে দুর্ব্যবহার করতেন। শ্বশুর-শাশুড়িও রিনাকে মানসিক নির্যাতন করতেন। এসব বিষয় মেনে নিতে না পারায় তাঁর ভাতিজি রিনা দুই শিশুসন্তানকে বিষ খাইয়ে নিজে বিষপানে আত্মহত্যা করেন।’
মিজানুর জানান, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তাঁর ভাতিজি রিনার লাশ দেখতে পান। পরে শিশু দুটিকে সোহওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়।
জানতে চাইলে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার ইমাম হাসান বলেন, ‘ময়নাতদন্তের জন্য রিনা আক্তারের মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’