বিমান দুর্ঘটনায় আহত শেখ রাশেদ রুবায়েতকে দেশে আনা হয়েছে কাঠমান্ডুতে ইউএস বাংলার। আজ শনিবার দেশে ফেরার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তার অবস্থা অন্যদের তুলনায় ভালো বলেও জানিয়েছেন চিকিৎসকেরা। রাশেদ রুবায়েতের শারীরিক অবস্থা ভালো হওয়ায় গতকাল শুক্রবার নেপালের চিকিৎসকেরা তাকে দেশে ফিরিয়ে আনার অনুমতি দেন। আজ দুপুর তিনটার দিকে বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০০৭২ ফ্লাইটে তাকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, রুবায়েতের বুকের একটা হাড় ভেঙেছে এবং ডান পায়ে ইনজুরি রয়েছে। তার তেমন কোন বার্ন নেই। আর শ্বাস-প্রশ্বাসেও কোনো সমস্যা নেই। প্রাথমিকভাবে তাকে দেখে আশা করা যায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।