তথ্যমন্ত্রী দাবি করেন আল-কায়েদার নেতা ওসামা বিন লাদেনের প্রশিক্ষণ নিয়ে অন্তত ৮ হাজার বাংলাদেশি জঙ্গি দেশে ফিরে এসেছে এবং তারা বাংলাদেশের নিরাপত্তার জন্য ঝুঁকি বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বৃহস্পতিবার রাজধানীতে নিজ সরকারি বাসভবনে বিদেশি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য তুলে ধরেন তিনি। মন্ত্রীর বক্তব্য উদ্বৃত করে এ খবর দিয়েছে ভারতের ইংরেজি দৈনিক দ্য হিন্দু।
তথ্যমন্ত্রী দাবি করেন, সরকার সফলভাবে সন্ত্রাসী কর্মকা- প্রতিহত করছে। তবে ব্লগারদের ওপর টার্গেট হামলা ঠেকানো কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, বিশ্বে এখন কেউই নিরাপদ নয়। উন্নত ও সুরক্ষিত অনেক দেশে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 |