ফেসবুকে ভুয়া আইডি খোলা হয়েছে লালমনিরহাট-কুড়িগ্রাম সংরক্ষিত নারী (৩০২) আসনের সংসদ সদস্য ও লালমনিরহাট জেলা আইনজীবী সমিতি সভাপতি সফুরা বেগম রুমীর নামে । এ ব্যাপারে প্রযুক্তি আইনের সুরক্ষা চেয়ে শুক্রবার রাতে লালমনিরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি।
অভিযোগে বলা হয়, ইংরেজিতে সফুরা বেগম এমপি নামে ফেসবুকে একটি ভুয়া আইডি খুলে নিয়মিত পরিচালনা করে আসছে অজ্ঞাতরা। ভুয়া আইডি ব্যবহার করে তার নামে আপত্তিকর কোনো মন্তব্য বন্ধ করতে থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কে বা কারা কেন এই ফেক (ভুয়া) আইডিটি চালু করেছে তা জানার চেষ্টা চলছে।
এ ব্যাপারে এমপি সফুরা বেগম রুমী বলেন, তার নামে ভুয়া আইডি ব্যবহার করে কেউ যাতে কোনো সমস্যা করতে না পারে সেজন্য থানায় জিডি করেছি।