নগরীর পাহাড়তলী থানার পুলিশ ব্যাংক কলোনি এলাকায় একটি বাসার সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তাহমিনা আক্তার জয়া (২৬) নামে এক মহিলার লাশ উদ্ধার করেছে । ১৫ এপ্রিল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
আনোয়ারুল ইসলাম পাহাড়তলী থানার উপ-পরিদর্শক বলেন, তাহমিনা আক্তার জয়ার লাশ ঝুলন্ত অবস্থায় দেখে এলাকাবাসী পুলিশ কে খবর দিলে সকাল সাড়ে আটটার দিকে তার লাশ উদ্ধার করে। উদ্ধারের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ময়নাতদন্তের পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এদিকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাহমিনা আকতার জয়া আত্মহত্যা করেছে তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে এসআই আনোয়ারুল ইসলাম।
তাহমিনা আকতার জয়া নোয়াখালির বেগম গঞ্জের জয়কৃষ্ণ পাড়ার মৃত এটিএম নুরুল্লাহর মেয়ে বলে জানিয়েছে পুলিশ।