রাজধানী মিরপুরের দারুস সালামে অবস্থিত হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট শূণ্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
প্রতিষ্ঠানটি গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানায়, ২৮ পদে ৪৮ জনকে নিয়োগ দেয়া হবে। আগামী ২৮ মার্চ ২০১৮ পর্যন্ত এই পদে আবেদন করা যাবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রিসার্চ অফিসার/ রিসার্চ ইঞ্জিনিয়ার (বিল্ডিং মেটেরিয়েলস ডিভিশন) পদে ৪টি, রিসার্চ অফিসার/রিসার্চ ইঞ্জিনিয়ার (স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্সট্রাকশন ডিভিশন) পদে ২টি, রিসার্চ অফিসার/ রিসার্চ ইঞ্জিনিয়ার (সয়েল মেকানিক্স অ্যান্ড ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং ডিভিশন) পদে ১টি, রিসার্চ আর্কিটেক্ট (হাউজিং ডিভিশন) পদে ২টি, এসিসটেন্ট আর্কিটেক্ট (হাউজিং ডিভিশন) পদে ১টি, রিসার্চ এসোসিয়েট (স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্সট্রাকশন ডিভিশন) পদে ৫টি, রিসার্চ এসোসিয়েট (সয়েল মেকানিক্স অ্যান্ড ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং ডিভিশন) পদে ১টি, রিসার্চ এসোসিয়েট (বিল্ডিং মেটেরিয়েলস ডিভিশন) পদে ১টি, রিসার্চ এসোসিয়েট (হাউজিং ডিভিশন) পদে ১টি, সাব এসিসটেন্ট ইঞ্জিনিয়ার পদে ১টি, অ্যাসিসটেন্ট লাইব্রেরিয়ান পদে ১টি, রিসার্চ অ্যাসিসটেন্ট পদে ৫টি, সিনিয়র ড্রাফটসম্যান পদে ১টি, ক্যাটালগার পদে১টি, উচ্চমান সহকারী পদে ১টি, একাউনটেন্ট পদে ১টি, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৬টি, ড্রাইভার পদে ৩টি, পেইন্টার পদে ১টি, পাম্প ড্রাইভার পদে ১টি, সহকারী মেকানিক
পদে ১টি, ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট পদে: ২টি, অফিস সহায়ক পদে ৩টি, নিরাপত্তা প্রহরী পদে ২টি পদে নিয়োগ দেয়া হবে।
চাকরিভেদে বেতন: ৮ হাজার ২৫০ টাকা থেকে ৫৩ হাজার ৬০ টাকা পর্যন্ত।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের http://www.hbri.gov.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম ডাউনলোড করার পর তা পূরণ করে আগামী ২৮-০৩-২০১৮ তরিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে ‘পরিচালক, হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট,১২০/৩ দারুস-সালাম, মিরপুর ঢাকা-১২১৬,-এর বরাবরে ডাকযোগে পৌঁছাতে হবে। সরাসরি আবেদন গ্রহণযোগ্য নয়।