বৃহস্পতিবার সারা দেশে পালিত শোকের মধ্যে ব্যতিক্রম ছিল ভোলার বোরহানউদ্দিন অফিসার্স ক্লাব নেপালে বিমান বিধ্বস্তে ২৬ জন বাংলাদেশির প্রাণ হারানো এবং ১০ জন আহত হওয়ার ঘটনায় । ক্লাবের উদ্যোগে সেদিন পালন করা হয় আনন্দভোজন।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল কুদ্দুসের নেতৃত্বে উপজেলার প্রায় সব সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা চরফ্যাশনের চর কুকরী মুকরীতে এই আনন্দভোজন পালন করেন। এ নিয়ে তীব্র সমালোচনা চলছে স্থানীয়দের মধ্যে। রাষ্ট্রঘোষিত কর্মসূচি উপজেলার সরকারি কর্মকর্তারা কীভাবে অগ্রাহ্য করতে পারেন, এই বিষয়টি বিস্ময়কর ঠেকছে বহু জনের কাছেই।
গত ১২ মার্চ ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমান নেপালের কাঠমান্ডুর ত্রিভূবন বিমানবন্দরে অবতরণ করতে গিয়ে বিধ্বস্ত হয়। মানুষের হৃদয় ছুঁয়ে যাওয়া এই দুর্ঘটনার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সিঙ্গাপুর সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছেন। আর বুধবার জরুরি বৈঠক করে বৃহস্পতিবার শোক দিবস হিসেবে পালনের ঘোষণা দেয়।
দিবসটিতে সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়, তোলা হয় শোকের কালো পতাকা। দেশবাসীও সাড়া দিয়ে কালো ব্যাচ পড়েছে দিনটিতে।
এই দিন চর কুকরী মুকরীতে রাষ্ট্রের কর্মকর্তারাই যে আনন্দভোজনের আয়োজন করে তাতে স্থানীয় কর্মকর্তাদের পাশাপাশি অন্য জেলা থেকেও অতিথি হয়ে আসেন কেউ কেউ।
অতিথি হয়ে যারা এসেছিলেন তাদের মধ্যে ছিলেন ঝালকাঠির রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা পারুল। তিনি বোরহানউদ্দিনের ইউএনওর স্ত্রী। আরও উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদ্যাপন কমিটিরি সভাপতি অনীল দাশ, উপজেলা মৎস কর্মকর্তা নাজমুছ ছালেহীন, পীরগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, সরকারি আব্দুল জব্বার কলেজের অধ্যাপক কামাল হোসেন ও তার সহধর্মীনী, কুতুবা স্কুল শিক্ষক রাজিব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা বেগম, সহকারী শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীসহ অফিসার্স ক্লাবের অন্যান্য সদস্যরা।

রাষ্ট্রীয় শোক দিবসে এই ধরনের আয়োজনের কারণ জানতে চাইলে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কুদ্দুসের ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা ধরেননি।

আনন্দভোজনে অংশগ্রহনকারী বোরহানউদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুছ ছালেহীন বলেন, ‘বৃহষ্পতিবার রাষ্ট্রীয় শোক ঘোষণার আগেই অফিসার্স ক্লাবের পিকিনিকের তারিখ নির্ধারিত ছিলো। কিন্তু রাষ্ট্রীয় শোক ঘোষণার পর সেটি স্থগিত করা হয়। তবে ব্যানার, সাউন্ড সিস্টেম ও রান্নার আয়োজন বাদ রেখে আমরা চরফ্যাশন ঘুরে এসেছি। এমনকি আমরা দুপুরে হোটেলে খেয়েছি। তবে এ বিষয়টি নিয়ে আমরা বিব্রতবোধ করছি।’

জানতে চাইলে ভোলার জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক বলেন, ‘আসলে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিকনিকে যায়নি। তার স্ত্রী ঝালকাঠির রাজাপুরের ইউএনওকে নিয়ে ঘুরতে গেছেন। তাদের সাথে বোরহানউদ্দিন অফিসার্স ক্লাবের কয়েকজন সদস্যকেও নিয়ে গেছেন।’

Share Now
January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031