বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নেপালের কাঠমান্ডুতে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের মধ্যে আজ শুক্রবার তিনজনকে ঢাকায় আনা হয়েছে। তবে তাদের তিনজনের কেউই শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন বার্ন ইউনিটের সমন্বয় ডা. সামন্ত লাল সেন। আজ বিকেলে ঢামেকে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এসময় তিনি আরো বলেন, আজ যে তিনজনকে আনা হয়েছে তারা কেউ শঙ্কামুক্ত নন। তাদের প্রত্যেকে সাইকোলজিক্যাল ট্রমায় ভুগছেন।
তবে তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে। তাদের কারও তেমন একটা বার্ন হয়নি। তবে ফিজিক্যালি ফ্র্যাকচার হয়েছে। এগুলো সেরে উঠতে প্রায় ৬ সপ্তাহ সময় লাগবে। তিনি আরও বলেন, আজ যাদের আনা হয়েছে তাদের নিঃশ্বাসে এখনও ধোঁয়ার আভাস পাওয়া যাচ্ছে। বিশেষ করে এ্যানির কালো কালো ধোঁয়ার শ্বাস হচ্ছে কাশির সঙ্গে। তাই এখনই তাদের শঙ্কামুক্ত বলা যাবে না। তবে তাদের অবস্থা স্থিতিশীল আছে। ডা. সামন্ত লাল সেন বলেন, আগামী রোববার মেডিকেল টিম আহত সকলের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবে।