আহত আরও তিনজন নেপাল থেকে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের ঘটনার। তারা হলেন মেহেদী হাসান, তার স্ত্রী সাঈদা কামরুন্নাহার স্বর্ণা এবং মেহেদীর ফুফাতো ভাইয়ের স্ত্রী আলমুন নাহার অ্যানি।
শুক্রবার বেলা একটার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন তারা।
এই তিনজনের ছাড়ার বিষয়ে গতকাল কাঠমান্ডু মেডিকেল কলেজ (কেএমসি) কর্তৃপক্ষ অনাপত্তি দেয়। সে মোতাবেক আজ বাংলাদেশ বিমানের বিজি-০০৭২ ফ্লাইটে কাঠমান্ডু ছাড়েন তারা।
এর আগে গতকাল বৃহস্পতিবার বিকাল পৌনে তিনটার দিকে দেশে ফিরেছেন শাহরিন আহমেদ। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আহত ইয়াকুব আলিকে উন্নত চিকিৎসার জন্য ভারতের নেয়া হচ্ছে। রেজওয়ানুল হক নামে অপর একজনকে এরই মধ্যে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে।
এছাড়া ইমরানা কবির হাসি, শেখ রাশেদ রুবাইয়াত, কবির হোসেন এবং মো. শাহীন বেপারিকে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, গত সোমবার নেপালের ত্রিভুবন বিমানবন্দরে বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলার একটি বিমান ৬৭ যাত্রী ও চারজন ক্রু নিয়ে বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৬ বাংলাদেশিসহ ৫১ জন নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত ১০ বাংলাদেশি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত বাংলাদেশিদের ডিএনএ নমুনা সংগ্রহের জন্য গতকাল বৃহস্পতিবার বাংলাদেশের একটি মেডিকেল টিম কাঠমান্ডু যায়। ছয় চিকিৎসক ছাড়াও দুই সিআইডি কর্মকর্তা রয়েছেন এই টিমে।