ফুট ওভার ব্রিজ ধসে কমপক্ষে চার জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ১০ জন যুক্তরাষ্ট্রের মিয়ামিতে । বৃহস্পতিবার বিকালে মিয়ামির ফ্লোরিডা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের কাছে এই দুর্ঘটনা ঘটে। এদিন ৯৫০ টন ওজনের ওভার ব্রিজটি হঠাৎ নিচের আট লেন বিশিষ্ট সড়কের ওপর ধসে পড়ে। এ খবর দিয়েছে বিবিসি। খবরে বলা হয়, ১৭৪ ফুট দীর্ঘ ওভার ব্রিজের নীচে আটকা পড়া মানুষদের উদ্ধারের জন্য অভিযান চলছে।
পুলিশ বলেছে, অন্তত আটটি গাড়ি ধসে পড়া কাঠামোর নীচে চাপা পড়েছে। তবে এ সময় ওভার ব্রিজের নীচে ঠিক কতজন পথচারী ছিল তা নিশ্চিত হওয়া যায় নি। মিয়ারি ফায়ার সার্ভিস প্রধান ডেভ ডাউনি চার জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এটি একটি বড় ঘটনা। পুরো রাতই আমাদের উদ্ধার তৎপরতা চালাতে হবে। আহত ১০ ব্যক্তি কেন্ডাল রিজিওনাল মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।