ভূমিকম্পে চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজার, নন্দনকানন ও জুবিলি রোড এলাকায় তিনটি ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে।
তবে বড় কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ঝুঁকি পর্যবেক্ষণে ঘটনাস্থলে আছে ফায়ার সার্ভিসের টিম।
চট্টগ্রামে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলী আকবর বাংলানিউজকে জানান, নগরীর রিয়াজ উদ্দিন বাজারে দারুল ফজল মার্কেটের পেছনে বিএম সুপার মার্কেটের ভবনটি পাশের সিদ্দিক শপিং কমপ্লেক্সের সঙ্গে হেলে লেগে আছে। এতে সেখানকার লোকজনের মধ্যে ব্যাপক আতংকের সৃষ্টি হয়েছে।