প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন উন্নত বিশ্বের দেশগুলোর মতো দেশেও শিক্ষা ও সমাজকল্যাণমূলক উন্নয়নে বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন ।
তৎকালীন পূর্ব পাকিস্তানের অন্যতম প্রধান বিচারপতি আমিন আহম্মাদের ২৬ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার আয়োজিত এক সভায় তিনি এ আহবান জানান। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সেমিনার হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘উন্নতদেশে বিত্তবানরা শিক্ষা ও সমাজকল্যানে বিভিন্ন সামাজিক সংগঠনে যেভাবে অনুদানে এগিয়ে আসে, বাংলাদেশের বিত্তবান ব্যক্তিরা শিক্ষা প্রতিষ্ঠান কিংবা সামাজিক সংগঠন অনুদানের ক্ষেত্রে এগিয়ে আসে না। যা হত্যাশা ব্যঞ্জক।’
তিনি বলেন, ‘বিচারপতি আমিন আহম্মদ অনেক যুগান্তকারী রায় দিয়ে গেছেন। যা বিচার বিভাগের জন্য নিয়ামক হিসেবে রয়েছে।’
বিচারপতি আমিন আহম্মাদ মানবতার জন্য নিবেদীত হয়ে কাজ করেছেন উল্লেখ করে সাবেক এই প্রধান বিচারপতির মতো সমাজকল্যাণমূলক উন্নয়ন কর্মকাণ্ডে অবদান রাখতে সকলকে আহবান জানান প্রধান বিচারপতি।
কঠোর অধ্যাবসয়ের মধ্যে দিয়ে ভবিষ্যত গড়ে তোলার উপদেশ দিয়ে অনুষ্ঠানে উপস্থিত আইন শিক্ষার্থীদের প্রতি প্রধান বিচারপতি বলেন, ‘এজন্য প্রয়োজন গুনগত নিবিড় অধ্যাবসায়, গঠনমূলক সমালোচনার সক্ষমতা অর্জন করা।’
বিচারপতি আমিন আহম্মাদের স্মৃতি চারণ ও গোল্ড মেডাল প্রদান অনুষ্ঠানের আয়োজন করে বিচারপতি আমিন আহম্মাদ ট্রাস্ট।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে ২০১৫ সালে এবং ২০১৬ সালে প্রথম শ্রেনীতে প্রথম স্থান অধিকারী দুই শিক্ষার্থীকে গোল্ড মেডেল প্রদান করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
বিচারপতি কাজী এবায়দুল হকের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য দেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী, বিচারপতি মীর হাশমত আলী। এসময় উপস্থিত ছিলেন বিচারপতি তারিক-উল হাকিম, বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর, বিচারপতি এম আর হাসান প্রমুখ।