প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের চক্কর মাঠে ও এর আশ-পাশের এলাকায়।
ভাটিপাড়া ইউনিয়নে চক্কর মাঠে বৃহস্পতিবার দুপুর থেকে ভাটিপাড়া ইউনিয়নের ইসলাম বিরোধী প্রতিরোধ কমিটির সভাপতি মাওলানা জাকির হোসাইন তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করার ঘোষণা দেন। সে অনুযায়ী পোস্টারও বিতরণ করা হয়। একই সময় একই গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য নুর জম্মাতের লোকজন ওই স্থানে ওরস পালন করার ঘোষণা দেন। এ নিয়ে উত্তেজনা বিরাজ করলে দু-পক্ষকে নিয়ে বুধবার আলোচনায় বসেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এতে দুপক্ষই নিজ নিজ অবস্থানে অনড় থাকেন। পরে পরিস্থিতি শান্ত ও বিশৃঙ্খলা এড়াতে দিরাই উপজেলা নির্বার্হী কর্মকর্তার দায়িত্বে থাকা শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ ১৪৪ ধারা জারি করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, বৃহস্পতিবার ভোর থেকে শুক্রবার ফজর পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে।