র্যাব-২ রাজধানীর পশ্চিম ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে এক লাখ ২৩ হাজার পিস ইয়াবাসহ চার চোরাকারবারিকে আটক করেছে । বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সকালে র্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এই খুদেবার্তায় এই তথ্য জানানো হয়।
আটকদের মধ্যে আলম নামে একজনের নাম খুদেবার্তায় জানানো হলেও বাকিদের নামপরিচয় জানানো হয়নি। আটকদের সম্পর্কে বিস্তারিত জানাতে সকাল ১১টায় কারওয়ানবাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিং করবে র্যাব।