বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা প্রশাসনের মাদকবিরোধী টাস্কফোর্স ফেনীর ফুলগাজী উপজেলার দক্ষিণ আনন্দপুর এলাকা থেকে । জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও টাস্কফোর্সের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহেল রানা অভিযানে নেতৃত্ব দেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার মাদক বিরোধী অভিযানে বের হন জেলা প্রশাসনের মাদকবিরোধী টাস্কফোর্স। অভিযানকালে দক্ষিণ আনন্দপুরের বনা দরবেশের বাড়ি থেকে ওই এলাকার মো. হারুনকে ১৭৫ বোতল ফেনসিডিল, দুই বোতল ভারতীয় হুইস্কি ও একটি ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
হারুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মাদক ব্যবসায়ীর তালিকাভুক্ত।
তার দেয়া তথ্য মতে, আনন্দ ব্রিকসের মালিক আব্দুল কুদ্দুসের সালমা সওদাগর বাড়ি ও ব্রিক ফিল্ডে অভিযান পরিচালনা করা হয়।
টাস্কফোর্স সূত্র জানায়, আবদুল হালিম জামশেদ ওই এলাকার আনন্দপুরের মাদক ব্যবসার মূল নিয়ন্ত্রক। জামশেদের বাড়ি থেকে উদ্ধার করা হয় আরো ৭৫ বোতল ফেনসিডিল। এসময় হারুন ও পলাতক জামশেদের বিরুদ্ধে মামলার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এর আগে ছাগলনাইয়া উপজেলার পশ্চিম পাঠাননগরে রৌশন কাজিবাড়ি থেকে ১৯ পিস ইয়াবাসহ নুর আলমকে গ্রেপ্তার করা হয়। তাকে ১ বছরের কারাদণ্ড ও ১৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।