এক কলেজছাত্রীকে অপহরণের চেষ্টা করেছে তার তালাক দিয়া স্বামী লালন হোসেনসহ দুজন দুর্বৃত্ত যশোরে । বুধবার বিকালে শহরের ধর্মতলা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ অপহরণকারী তিনজনকে আটক করেছে। ওই কলেজছাত্রীকে উদ্ধার করেছে।
অপহরণ চেষ্টাকারীরা হলেন- ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কুলতলা এলাকার লালন হোসেন। একই উপজেলার মহিলা কলেজপাড়া এলাকার ইমন হোসেন ও প্রাইভেটকার চালক একই উপজেলার মহেশপুর এলাকার নাজমুল হোসেন।
কোতয়ালি থানার এসআই খবির উদ্দিন বলেন, লালন হোসেনের সাথে মেয়েটির ২০১৭ সালে বিয়ে হয়েছিল। এরপর তার স্বামী লালন হোসেনকে তালাক দেয় সে।