২০১৭-১৮ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) লোক প্রশাসন বিভাগের উদ্যোগে । এতে প্রধান অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।
বুধবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।
শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।
লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আছমা বিনতে ইকবালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন- ৭১ টেলিভিশনের বার্তা বিভাগের পরিচালক সৈয়দ ইসতিয়াক রেজা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ. কে. এম মনিরুজ্জামান এবং সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আব্দুল বাকী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- নবীনবরণ কমিটির আহবায়ক ও লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শামীমা আক্তার। নবীনবরণ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। পাশাপাশি লোক প্রশাসন বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছেন তাদের ক্রেস প্রদান করা হয় এবং লোক প্রশাসন বিভাগের হয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হওয়া শিক্ষার্থীদেরও ক্রেস প্রদান করা হয়।
এছাড়া নবীনবরণ অনুষ্ঠানে ছিলেন বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভাগীয় শিক্ষক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলাম, বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী।
নবীনবরণ অনুষ্ঠানের আলোচনা পর্ব শেষে বিভাগীয় শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।