নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস নেপালের ত্রিভুবনে বিমান বিধ্বস্তে নিহত বাংলাদেশি যাত্রীদের মরদেহ শনাক্তে অন্তত চার দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন ।
তবে কোনো মরদেহ যদি ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করতে হয়, সেক্ষেত্রে ২১ দিন পর্যন্ত সময় লাগতে পারে বলেও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার একটি বিমান অবতরণের সময় বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত দুই পাইলট, ২৬ বাংলাদেশিসহ ৫১ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া আহত হয়ে কাঠমান্ডুর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯ বাংলাদেশিসহ ২১ জন।