১ কেজি গাঁজা জব্দ করেছেপৃথক অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশ । এসময় মা ও ছেলেসহ ৪ মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।
আটক চারজন হলেন, বগুড়া জেলার শেরপুর উপজেলার বেলগাড়ী গ্রামের মিন্টু মৃধার স্ত্রী জাহানারা বেগম, ছেলে সুমন মৃধা।
বড়ভিটা ইউনিয়নের ঘোগাড়কুটি গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে আশরাফুল হক ও ফুলবাড়ী সদর ইউনিয়নের চন্দ্রখানা গ্রামের জহুরু আলীর ছেলে আব্দুল মজিদ।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী জানান, আটক আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।